বিদায় বন্ধু!
মাটির মন
বদলাব জানি এক দিন, হারাব গহিন অতলে।
নিমিষেই মুছে যাবে, জাগিয়ে রাখা স্বপ্নরা যে!
আলোকে বিদায় দিয়ে, আঁধার হবে চির সাথি।
পলক ফেলে দেখবে না আর,মায়া ভরা চোখের হাসি।
সুখের অন্তরালে একাই যাব, বলব না আর সাথে আয়।
হাসির এই ঢেউ এর মেলা,আসব না নিতে ভাগ।
হাড়িয়ে আমায়-ভালোবাসিস, দেখব বসে ওই পাড়।
আঁধার হবে চির ভুবন,নীড়ে যাবে সূয্যিমামা।
সুখের হাসি হাসবে চাঁদ, ঐ দূরে তাঁরারা থাক।
সময় হলে উঁকি দিয়ে, দেখব আমি আপনি মনে।
আছিস কেমন বন্ধু তরা,এই পৃথিবীর মিথ্যে মায়ায়।
বন্ধুদের নিয়ে কবিতা
Reviewed by matir mon
on
June 22, 2021
Rating:

No comments: