ওয়াল্ট হুইটম্যান

 

ওয়াল্ট হুইটম্যান




ওয়াল্ট হুইটম্যানকে আমেরিকার জাতিয় কবি বলা হয় । চিরকুমার এই কবি ছিলেন গনতন্ত্রের কবি ।তার লেখাতে সর্বদা অধিকার বঞ্চিত , নিপীড়িত মানুষের বলতেন এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতার প্রয়াস চালাতেন । বিশ্ব প্রকৃতির সকল বস্তু বা ঘটনার মধ্যে তার লেখার আদর্শ তুলেছেন । গনতান্ত্রিক মনোভাব নিয়ে তিনি বিশ্বের সকল ধর্ম, বর্ণের মানুষদের দেখেছেন মানবিক দৃষ্টিতে ।

 

জন্মঃ- ১৮১৯ সালে নিউইয়র্কের লং আইল্যান্ডে জন্ম গ্রহন করেন এই কবি ।

 

 খুব তরুণ বয়স থেকেই তিনি ছিলেন উদ্যমী প্রথাবিরোধী, যা তার কবিতায় পুরোপুরি প্রকাশ পেয়েছে। তিনি এমনই একজন রোমান্টিক কবি যিনি নিজের 'আমিত্ব' বা 'অহম'-কে সর্বোচ্চ আবেগ দিয়ে প্রকাশ করেছেন। তার ব্যক্তিক উচ্ছ্বাস নিয়ম ভাঙার সচেতন প্রয়াস তাকে অগ্রগণ্য আমেরিকান রোমান্টিক কবি হিসেবে চিহ্নিত করেছে। ঊনিশ শতকের দাপুটে আমেরিকান কবিদের পরিচয় করিয়ে দিতে বললে সবার আগে আসবে ওয়াল্ট হুইটম্যানের নাম। হুইট ম্যান তার কবিতায় বিশেষ করে গনজীবন , নিউইয়র্ক শহরের বাস্তবতা, মানবজীবন পরিবর্তন এবং সে সময়ের উত্তাপ্ত রাজনীতি ফুটে ওঠে ছিলো ।

 

মৃত্যুঃ- ১৮৯২ সালের ২৬ মার্চ নিউজার্সির ক্যামডেনে পরলোকগমন করেন আমেরিকার মহাকবি আলোকিত মানুষ ওয়াল্ট হুইটম্যান।


ওয়াল্ট হুইটম্যান ওয়াল্ট হুইটম্যান Reviewed by matir mon on September 01, 2021 Rating: 5

No comments:

ভালোবসার শেষ নিবেদন

  ভালোবসার শেষ নিবেদন আমার আবেগ, অনুভূতি তুই সব কিছুই জানোস, নতুন করে কিছু বলার নাই । একচুয়্যালি, আমি তোর মতো করে কোনো মেয়ের সাথে মিশি নাই ।...

Powered by Blogger.