শিল্প সমাজঃ
আমরা সমাজ বলতে বুঝি এই যে, যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম, কর্ম নির্বিশেষে কিছু লক্ষ নিয়ে একত্রে বসবাস করে। তেমন ভাবে শিল্প সমাজ বলতে বুঝায়, যে সমাজের উৎপাদন ব্যবস্থা যন্ত্র নির্ভর তাকে শিল্প সমাজ বলে। কিন্তু এখন গ্রাম থেকে শহর পর্যায়ে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রের ব্যবহার করা হয়। তাকে কি শিল্প সমাজ বলা যাবে? না, বলা যাবে না। মুলত যে সমাজে উৎপাদনেে ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বেশি তাকেই শিল্প সমাজ বলা হবে। শহরের সমাজকে শিল্প সমাজ বলা হয়।
শিল্প সমাজের সুবিধাঃ
১/ অধিক উৎপাদন ব্যবস্থার উৎস।
২/প্রচুর কর্মসংস্থানের সুবিধা রয়েছে ।
৩/কম সময়ে অধিক উৎপাদন করা সম্ভব।
৪/নগরায়ন সৃষ্টি করে।
৫/জীবন যাত্রার মান বৃদ্ধি করে।
৬/শিক্ষার প্রসার ঘটাতে সাহায্য করে।
৭/ স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করে।
৮ / উন্নত প্রশিক্ষণের সু ব্যবস্থা থাকে।
৯ / উৎপাদিত পন্যের দাম কম থাকে।
১০/ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদন রাখে
শিল্প সমাজের অসুবিধাঃ
১/সমাজে বৈষম্য সৃষ্টি করে।
২/পরিবেশেকে হুমকিতে ফেলে।
৩/সামাজিক মিথিস্ক্রিয়া কমে যায়।
৪/ সজনপ্রীতি কম থাকে।
৫/ একক পরিবারে আগ্রহী হয়ে থাকে।
মন্তব্যঃ
আধুনিক এই তথ্য যোগাযোগের সু ব্যবস্থা থাকার কারণে গ্রামিণ সমাজ গুলো শিল্প সমাজের দিকে অগ্রসর হচ্ছে। শিল্প সমাজ দেশের উৎপাদন ব্যবস্থায় প্রচুর অবধান রাখে। যা জনগনের মাথাপিছু আয় বৃদ্ধি করছে। এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ে সাহায্য করছে।

No comments: