কি করতে পাড়বে
এমডি এ, এইচ, সাগর
যদি আমি রুখে দাঁড়াই, চিৎকার করি,
নীতিবিগর্হিত কর্মে বাধা দেই।
তখন আমায় কি করতে পাড়বে?
যদি তোমরা মেরে খাও অন্ন,
কাঙ্গাল দরিদ্র বস্ত্রহারা মানুষের
তার পরেও যদি করো নিপীড়ন নির্যাতন,
তখন তাদের আর্তনাদ শুনে আবিভুত হই আমি!
আমি ভেঙ্গে দেই যদি সব অন্তরায়।
যদি তোমাদের মোকাবেলায় শনি হয়ে দাঁড়াই,
তখন আমায় কি করতে পাড়বে?
যদি এতিম-এর মালে ভাগ বসাও,
যদি তারা কেহ নাই বলে, বাসহারা বানাও,
সে যদি অবলা হয়ে ফিরে ধরে ধারে,
আকুল আকাঙ্ক্ষায় ভিক্ষা চায় প্রভুর কাছে।
তখন যখন তারে নিয়া আসি তোমার ধারে,
যদি বলি অধিকার দাও, কি করবে!
তখন আমায় কি করতে পাড়বে?

No comments: