সমাজবিজ্ঞান ৬ষ্ট সাপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর
নৃগোষ্টীর ধারণা ও প্রকৃতিঃ
নৃগোষ্টীর ইংরেজি প্রতিশব্দ ‘ Racc‘ । শব্দটি ইতলিয়ান ’Razza’
শব্দ থেকে এসেছে , যার অর্থ ‘শিরোনাম’ । অনেক সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী নৃগোষ্ঠীর
ইংরেজি প্রতিশব্দ হিসাবে ‘Ethnic Group’ ব্যবহার করেন। কারণ ১৯৫০ সালে বর্ণ বিদ্বেষের
সাথে সম্পর্কিত হওয়ায় ইউনেস্কো ‘Racc‘ শব্দটি ব্যবহার সীমাবদ্ধ করে দেয় । এর পর থেকে ‘Racc‘ –এর পরিবর্তে ‘Ethnic Community’ শব্দ ব্যবহার হচ্ছে । সাধারণত
নৃগোষ্টী বলতে মানব প্রজাতির এমন উপবিভাগকে বুঝায় যারা উত্তরাধিকার সূত্রে একই দৈহিক
বৈশিষ্ট্য অর্জন করে ।
নিউজিল্যান্ডের সামাজিক নৃবিজ্ঞানী কিসিং (Roger
Martin Keesing ) তার ‘Cultural
Anthropology’ গ্রন্থে নৃগোষ্ঠীর সংজ্ঞায়
বলেন, “Race is a population, geographically separated to some degree, hence
distinguished from other populations of the same species in genetic frequencies’’ অর্থাৎ নৃগোষ্ঠী হচ্ছে এমন জনগোষ্ঠী যারা ভৌগলিক
কারণে এাটু পৃথক এবং বংশানুক্রমিকভাবে একই প্রজাতির ।
বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠীর নাম ও জেলাঃ-
|
নৃগোষ্ঠীর নাম |
বসবাসরত জেলা |
|
চাকমা |
পার্বত্য চট্টগ্রম,(রাঙামাটি,
বান্দরবান ও খাগড়াছড়ি) |
|
মারমা/মগ |
বান্দরবান, কক্সবাজার,পটুয়াখারী,
রাঙামাটি, খাগড়াছড়ি, ময়মনসিংহ |
|
মণিপুরি |
মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ |
|
ত্রিপুরা |
পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি,
বান্দরবান, খাগড়াছড়ি , মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী , সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ |
|
সাঁওতাল |
রংপুর, দিনাজপুর, রাজশাহী,
মৌলভীবাজার, বগুড়া , ময়মনসিংহ, সিলেট, নওগাঁ ,পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর |
|
খাসিয়া |
মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ,
হবিগঞ্জ |
|
গারো |
টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুরা,
নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, রংপুর, গাজীপুর, জামালপুর , সুনামগঞ্জ, ঢাকা |
|
রাখাইন |
পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান,
খাগড়াছড়ি, কক্সবাজার , বরগুনা, বরিশাল |
Reviewed by matir mon
on
September 01, 2021
Rating:



No comments: