কালো চাদর
মাটির মন,,,
গতকাল পরিক্ষা শেষ হয়েছে।লম্বা এক ছুটিতে সবার কোথাও ঘুরতে যাইবার ইচ্ছা।কোথায় যাবে তা ঠিক করতে সবাই একটু ভাবনায় পরে গেয়ে ছিলাম। সকাল হতে না হতেই রকিবের ফোন, কি বেপার এখনো ত সকালই হলো না। এর আগেত কখনো এমন সময় কোনো বন্ধু ফোন দেয় নাই। তুষার একটু হতবুদ্ধ হয়ে পরলো! কারো কোনো বিপদ হলো না ত,,!
হ্যালো,,,,রকিব বল কি হইছে, এমন সময় ফোন দিলি কেনো?
তুষার আমরা সবাই একটা জায়গা ঠিক করেছি,ঘুরতে যাবার। তুই বলতি না,তদের গ্রামের নাকি তদের একটা রাজবাড়ি আছে। আমরা সকলে বলতাছি সেখানেই যাব। আমাদের রাজবাড়ি! সেখানেত আমি কখনোই যাইনাই। আমি আমার দাদুর কাছথেকে শুনতাম।অনেক আগের রাজবাড়ি সেখানে কেহ থাকে না বলে জানি। আর এও শুনেছি এর চারপাশে অনেক ঝোপঝার, দিনের বেলায়ও নাকি অনেক অন্ধকার। সেখানে কেহ এমনেতে আসা যাওয়া করেনা। যারা শিকারে যায় তারাও নাকি সেই বাড়ি থেকে নানা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়।
আরে তুষার তুইও এই সব ভয় পাছ। আরে এইগুলো এমনেইতে বলে মানুষ। আমি কোনো কথা শুনতে চাইনা সবাইকে অনেক কষ্ট করে রাজি করিইছি, তুই আমাদের সাথে যাবি সেখানে। আচ্ছা তুষার শহর থেকে কত দূরে তদের পুরনো বড়ি?
আমিত কখনো যাইনাই, দাদাত মারা গেছে দেখি দাদু বলতে পারে কি না । আচ্ছা তুই শুধু জায়গার নামটা সংগ্রহ কর পরে দেখা যাবে। আচ্ছা,,,
ঠিক আছে তুষার। আমরা কিন্তু দুপরে যাত্রা শুরু করব,তৈরি থাকিছ৷ ঠিক আছে রকিব,,
দুপুরে তুষারকে কাপড় গুছাতে দেখে তার মা তারে প্রশ্ন করে,,
কিরে তুষার কোথাও যাবি নাকি,কাপড় গুছাইতাছত কেনো?
তুষার একটু চমকে গিয়ে, ওহ! মা,
হ্যাঁ একটু বন্ধুদের সাথে গুরতে যাবো৷ দুই চার দিন থাকব,তাই কিছু কাপড় নিয়ে যাচ্ছি। কিন্তু কোথায় যাবি? এই মা,,,,,রকিবের এক আত্মীয়র বাড়ি। তুই মিথ্যা বলছত নাত। কি কি কি কও মা। আমি মিথ্যা কমো কেনো।
তর মোবাইলে রকিব ফোন দিছিলো তুই গোসল করতেছিলি। সেত বলছে অন্য কথা,,
তুষার একটু ভিতু হয়ে নমনীয় ভাষায় বলে কি বলছে রকিব?তরা নাকি সিয়াম দের গ্রামের বাড়িতে যাবি?
ওও,,,, তাই বলো।
রকিব আমার সাথে মিছা কথা কইছে। কারণ সিয়াম এর সাথে আমার কিছু দিন যাবত রাগ তাই বুঝি আমার সাথে এই কথা কইছে। সত্যি বললে যদি আমি না যাই।
ওইযে গাড়ি নিয়া আইছে তর বন্ধুরা যা। আর সাবধানে যাইছ।
আচ্ছা মা,,,,,,,
বাড়ির গেইটে যেতেই তুষার দেখে রকিব গাড়ি নিয়ে বসে আছে।সিয়াম বলে আইতাছে রাজমহলের রাজা।মিম বলে তুষার এত দেরি কেনো এমনেই ত অনেক দেরি হইয়া গেলো৷ রকিব বলল,
কিরে তুষার এখানে কি দাড়াইয়া থাকবি, নাকি বেগটা গাড়ির পিছনে রাখবি আর গড়িতে বসবি৷ তুষার বেগটা গাড়ির পেছনে রেখে রকিবের সাথে সামনের সিটে বসে। গাড়ির পিছনে তুষার তাকিয়ে মিম এর সাথে পুষ্পকে দেখে মনে মনে একটু খুশি হয়, কারণ মাস দুইএক আগে পুষ্পের সাথে তুষারের একটু মন কষাকষি হয়।এতে তারা একে অপরের সাথে কথা বলেনা৷ তুষার মনেমনে ভাবে এই কাজটা মিম,রকিব আর সিয়ামের।তুষার খানিক্ষন চুপ থেকে বলল,
রকিব এইবার যাওয়া যায় হে,,,।হ্যা,, তাই যাওয়া যায় তাইলে৷তুষার বলল,
গাড়িতে তৈল আছে ত রকিব?আরে আজ সকালেই টংকি একেবারে ভরে নিছি চলে যারে৷ দেখ রকিব আমরা কিন্তু অনেকটা পথ যাব,তৈলে চলবে কি না৷ গ্রামে কিন্তু কোনো তৈল নেবার কোনো ব্যবস্তা নাই।তুষার সেই চিন্তা তর করতে হবেনা। এখন বল কি ভাবে যাব৷

No comments: